জয়নাল হাজারী আর নেই

সারাদেশ, 27 December 2021, 360 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী মারা গেছেন।

রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড হাসাপাতালে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়নাল হাজারীর পত্রিকা হাজারিকা প্রতিদিনের সহসম্পাদক রুবেল হাসান।

তিনি জানান, বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন জয়নাল হাজারী। সকাল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মাগরিবের আজানের কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়।

হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

হাজারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।