শাহরাস্তির মানুষ অনেক বন্ধুসূলভ ও আন্তরিক : বিদায়ী এসিল্যান্ড হাবীবা

সারাদেশ, 2 August 2021, 592 বার পড়া হয়েছে,

মো. রুহুল আমিন : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত উন্মে হাবীবা মীরার পদোন্নতি জনিত কারনে রবিবার (১ আগস্ট) বিকালে উপজেলা অডিটোরিয়ামে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।

অনুষ্ঠানটির সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করেন, সহকারী ভূমি অফিসার কাজী নূরুল হক।

বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) উন্মে হাবীবা মীরা বলেন, শাহরাস্তি মানুষ অনেক বন্ধুসূলভ ও আন্তরিক। সরকারি দায়িত্ব পালনকালে সকলকে সরকারি বিধান অনুযায়ী বদলী হতে হয়, নিয়মানুযায়ী আমাকেও বদলী হতে হচ্ছে।

তিনি বলেন, আমি শাহরাস্তি উপজেলায় দায়িত্ব পালনকালে সকল রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক’সহ সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা পেয়েছি। বিদায় বেলায় আমি সকলের প্রতি আমাকে সহযোগিতা দেয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এ-সময় বক্তব্য প্রদানকালে আবেগ তাড়িত হয়ে ভারিকন্ঠে তিনি বলেন, এই শাহরাস্তি উপজেলায় দায়িত্ব পালনকালে আমার দ্বিতীয় সন্তানের জন্ম। আমার বড় মেয়ে শাহরাস্তি বেড়াতে আসার জন্য এখনই বায়না ধরেছে।

তিনি আরো বলেন, আমার ছোট মেয়ের জন্মস্থান দেখার জন্য আমি বার বার শাহরাস্তি দেখতে আসবো। আমি শাহরাস্তি ভূমি অফিসে কর্মরত আমার সহকর্মীদের প্রত্যেককে ভূমি পরিবারের সদস্য মনে করি। তাছাড়া শাহরাস্তিবাসির আন্তরিকতা আমি কখনো ভুলতে পাড়ব না।

উল্লেখ্য, উন্মে হাবীবা মীরা ৩৪তম বিসিএস এর একজন কর্মকর্তা। তিনি ২০১৯ সালের ২৭ মার্চ শাহরাস্তি উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। বর্তমানে তাঁর পদোন্নতি জনিত কারনে তিনি সদ্য ঘোষিত কুমিল্লা বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আরডিসি হিসাবে যোগদান করবেন। শাহরাস্তি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসাবে আজ ছিলো তাঁর শেষ কর্মদিবস।

উক্ত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে বিদায়ী কর্মকর্তা উন্মে হাবীবা মীরার কর্মরতকালীন সময়ের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ভূমি অফিসের কাননগো ওয়াহেদ উল্লাহ, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে কর্মরতদের মধ্যে সর্বজনাব আবদুল মান্নান, জামশেদ আলম, হাবীব উল্লাহ, আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী সহকারি কমিশনার উন্মে হাবীবা মীরার স্থলে আজ ১ আগস্ট অপরাহ্নে যোগদেয়া সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত ভূমি অফিসের কর্মকতা-কর্মচারীগন সদ্য যোগদেয়া কর্মকর্তা আমজাদ হোসেনকে ফুল দিয়ে বরণ করেন এবং বিদায়ী কর্মকর্তা উন্মে হাবীবা মীরাকে বিদায় দেন।

উক্ত অনুষ্ঠানে উপজেলার ভূমি অফিস সহ বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে কর্মরত সহকারি ভূমি কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।