গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1176077 বার পড়া হয়েছে,
এবার চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে এক কন্টেইনার মদ জব্দ করেছে কাস্টমস হাউস।
রবিবার দুপুরে কাস্টমসের এআইআর শাখা এ চালানটি জব্দ করে। কন্টেইনারের মদ কি পরিমাণ মদ রয়েছে তা নিরূপণ করা যায়নি।
এআইআর শাখার ডেপুটি কমিশনার সাইফুল হক বলেন, ‘রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ নম্বর ইয়ার্ডের ১৩ নং শেড থেকে এক কন্টেইনার মদ জব্দ করা হয়।
বৃষ্টির কারণে কন্টেইনারে কি পরিমাণ, কোন কোন ব্র্যান্ডের মদ রয়েছে তা নিরূপণ করা যায়নি।