সাবেক উপমন্ত্রী এড. হুমায়ুন কবির’র তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 27 October 2022, 116 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. হুমায়ুন কবির এর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে মৃত্যু বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পরিবার ও বিভিন শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকে পৌর শহরতলীর উত্তর পৈরতলাস্থ হুমায়ুন কবির এর কবরে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকে মসজিদ ও মন্দিরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, গত ২০১৯ ইং সনের ২৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়াবাসীর বটবৃক্ষ বিশিষ্ট সালিশকারক অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব অ্যাডভোকেট হুমায়ুন কবির মারা যান।