তিতাস নদীর মাঝি গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া, 23 July 2022, 279 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ‘তিতাস নদীর মাঝি’ অনলাইন গ্রুপের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) বিকেল রসুলপুর তিতাস নদীর তীরে কেক কাটা ও উপস্থিত সকলের মাঝে ‘তিতাস নদীর মাঝি’ গ্রুপের লগো সম্বলিত গেঞ্জি বিতরণের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
তিতাস নদীর মাঝির এডমিন কোহিনূর আক্তার প্রিয়া’র সার্বিক পরিচালনায় ও প্রতিষ্ঠাতা এডমিন সালাউদ্দিন এর সার্বিক সহযোগীয়তায় এবং তিতাস নদীর মাঝির প্রবাসী এডমিনদের আর্থিক সহযোগীয়তায়, এতে উপস্থিত ছিলেন, সমাজ সেবিকা আজীজা সোপান, সমাজ সেবিকা তাহমিনা উদ্দিন, আইপি টিভির জানে আলম, রাসেল মিয়া, লেডি বাইকার মিলি, তিসা আক্তার, তাসলিমা জান্নত, ইতি, ফরহাদ, জীবন, আমিনুল ইসলাম ভূঁইয়া, পাপিয়া আক্তার প্রমূখ।