গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1116443 বার পড়া হয়েছে,
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, খোলা বাজারে চিনির সরকার নির্ধারিত মূল্য ৯০ টাকা। অথচ কিছু অসাধু ব্যবসায়ী ভোক্তাদের কাছে প্রতি কেজি চিনি ১০৫-১১০ টাকা দরে বিক্রয় করছিলেন।
আজকের অভিযানে চিনির মূল্য বেশি রাখায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে রিপন স্টোরকে ৪ হাজার, মিনা বাজার স্টোরকে ৩ হাজার টাকা, মেসার্স নূরতাজ স্টোরকে ২ হাজার টাকা ও মেসার্স মথুর পাল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।