 
									
									গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
											4 July 2021, 
											1860800 বার পড়া হয়েছে, 
										
									 
					 
									এর আগে সোমবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে আখাউড়া পৌর শহরের রাধানগর (সাহাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওমর রাধানগর রেসিডেন্সিয়াল স্কুলে ৪র্থ শ্রেণীর ছাত্র এবং ওই এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমরকে পড়ার জন্য বলেন তার মা। কিন্তু কেন পড়তে বলা হলো এ নিয়ে মায়ের সাথে অভিমান করে তার নিজ কক্ষেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওমর। এক পর্যায়ে জানাজানি হলে আত্মহত্যার চেষ্টা করা ছেলেকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হয়েছে। পরিবারের লোকজন এবং পাড়াপ্রতিবেশির সাথে কথা বলে জানতে পেরেছি পড়ার কথা বলায় সে আত্মহত্যা করেছে।