আবারও পিছিয়েছে ব্রাহ্মণবাড়িয়া আ’লীগের সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া, 6 October 2022, 104 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সম্মেলন আবারও পিছিয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ২ নভেম্বর সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এনিয়ে ৪র্থ বারের মতো ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হলো। সর্বশেষ গত ২৫ আগস্ট জেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ২৯ অক্টোবর সম্মেলনের তারিখ ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সঞ্চালনায় জেলা আওয়ামীলীগের সহসভাপতি,যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমন্ডলীর সদস্য, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ২০ অক্টোবর ও নবীনগর উপজেলা আওয়ামীলীগের ২৯ অক্টোবর চূড়ান্ত করা হয়েছে।

২ নভেম্বর সম্মেলনের তারিখের কথা জানিয়ে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনির হোসেন বলেন, সভায় সফলভাবে সম্মেলন সম্পন্ন করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হিসাবে সর্বসম্মতভাবে মনোনীত করা হয়। এসময় জানানো হয়, জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির জীবিত সকল সদস্য সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসাবে বিবেচিত হবেন।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ২৯শে ডিসেম্বর। গত দু’আড়াই বছরে জেলা নির্বাহী কমিটির সভা থেকে জেলা আওয়ামী লীগের সম্মেলন করার কয়েকটি তারিখ ঘোষণা করা হয়। চলতি বছরের ৫ই মার্চ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রথমে ২৮শে মে জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এরপর সেটি পিছিয়ে ৩০শে জুলাই এবং পরবর্তীতে ২৯ অক্টোবর সম্মেলনের ঘোষণা করা হয়। বিগত তারিখ গুলোতে সম্মেলন করা সম্ভব হয়নি।