পুলিশ অভিযোগটি খতিয়ে দেখছে বলে জানা গেছে। গত শনিবার রাতে রংপুর নগরীর ‘মৌবন রেস্টুরেন্টে’ এ ঘটনা ঘটে বলে দাবি করেন হরিজন অধিকার আদায় সংগঠনের সভাপতি সুরেশ বাসফোর।
এদিকে হোটেলে বর্ণবৈষম্যের শিকারের প্রতিবাদে সোমবার দুপুরে রংপুর নগরীর কাচারিবাজার চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- হরিজন অধিকার আদায় সংগঠনের সভাপতি সুরেশ বাসফোর, সহ-সভাপতি রাজু বাসফোর, সাধারণ সম্পাদক সাজু বাসফোর, সদস্য রাজা বাসফোর, উপদেষ্টা শবরন বাসফোর, লিটন বাসফোর প্রমুখ।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র রংপুর জেলার সদস্য অ্যাডভোকেট কামরুন্নাহার খানম শিখা, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু প্রমুখ।
বক্তারা বলেন, আজও স্বাধীন দেশে হরিজন জনগোষ্ঠীকে জাত-পাত, পেশা ও ভাষার কারণে বৈষম্যের শিকার হতে হচ্ছে, যা এই সমাজ, রাষ্ট্র ও ব্যক্তি মানুষের বিকাশে বড় বাধা। দেশের উন্নয়নে হরিজন জনগোষ্ঠী বরাবরই ভূমিকা রাখলেও আজও নাগরিক অধিকার থেকে বঞ্চিত।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। উভয়পক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে সমাধান করা হবে।