বন্ধু মানেই মনের কথার ফুলঝুরি

সারাদেশ, 31 July 2021, 509 বার পড়া হয়েছে,

বন্ধু মানেই সব কিছু ফেলে ছুটে চলে যাওয়া। বন্ধু মানেই দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা। বন্ধু মানেই মনের কথার ফুলঝুরি। বন্ধু মানেই PNPC আর মনের কথা খুলে না বলতে পারা অবধি পেটের ভাত হজম না হওয়া। বন্ধু মানে অনেক কিছু। বন্ধু মানে স্থান-কাল-পাত্র ভুলে একে অন্যকে জড়িয়ে ধরা। আসলে বন্ধু মানে অনেক কিছু। এক কথায় কখনও তা বলা যায় না। আর তাই তো পৃথিবীর সেরা সম্পর্কগুলোর মধ্যে অন্যতম হল বন্ধুত্ব। মা-বাবার হাত ধরে যেদিন গুটি গুটি পায়ে স্কুলের দোরগোড়ায় এসে দাঁড়ায় সকলে সেদিন থেকেই কিন্তু শুরু হয় বন্ধু চিনতে শেখা। যে কারণে বন্ধু শব্দটার মধ্যে মিশে থাকে অনেক কিছু। আর তাই ক্যালেন্ডারে দাগিয়ে দেওয়া দিনটিতে বিশ্ব জুড়েই হয় বন্ধুত্বের উদযাপন। আগস্টের প্রথম রবিবার বিশ্বজুড়ে পালন করা হয় ফ্রেন্ডশিপ ডে। কিন্তু কেন এই বন্ধুত্বের দিন পালন করা হয়, এর পেছনের ইতিহাসটাই বা কি, তা জানেন কি?

বন্ধু দিবসের সালতামামি

বন্ধুত্বের দিন কেন কবে শুরু হয়েছিল তার সঠিক কোনও ব্যখ্যা খুঁজে পাওয়া যায় না। তবে যিশুখ্রীস্টের সময়েও কিন্তু বন্ধুদের সঙ্গে একটা দিন আলাদা করে আমোদ-প্রমোদের উল্লেখ ছিল। আবার ভালো বন্ধু পাওয়ার আশায় অনেকেই ভগবানের কাছে প্রার্থনা করেছেন এমন কিছু পৌরাণিক কাহিনিরও নিদর্শন রয়েছে। তবে প্রথম ‘ফ্রেন্ডশিপ ডে’ পালন করার কথা মাথায় এসেছিল বোধহয় হলমার্ক কার্ড নির্মাতা জয়েস হলের মাথা থেকে। ভেঙে যাওয়া সম্পর্ক গুলোকে জোড়া লাগাতেই কিন্তু এমন দিনের সূচনা।

যবে শুরু হয়

১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের সবে ইতি হয়েছে। চারিদিকে তখন এক টালমাটাল পরিস্থিতি। ঠিক সেইসময়ই জয়েস হল ঘোষণা করলেন অগাস্ট মাসের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে পালনের কথা। কার্ড, উপহার বিনিময় হল, যুদ্ধের ওই থমথমে পরিবেশে শুরু হল ফ্রেন্ডশিপ ডে’র জয়যাত্রা! ১৯৫৮ সালে দেশজুড়ে পালিত হল আর্ন্তজাতিক বন্ধুত্ব দিবস।

বন্ধুত্বের চিহ্ন স্বরূপ

বন্ধুত্বের চিহ্ন হিসেবে কিংবা সৌভ্রাতৃত্বের বন্ধন হিসেবে আমরা রাখির জনপ্রিয়তার কথা জানি। কোন প্রেক্ষাপটে তা শুরু হয়েছিল সেও অজানা নয়। আর ফ্রেন্ডশিপ ডে তেও তাই ফ্রেন্ডশিপ ব্যান্ডেরই কদর বেশি। এছাড়াও দেওয়া হয় হলুদ গোলাপ ও কার্ড।

রাষ্ট্রপুঞ্জের মান্যতা

রাষ্ট্রপুঞ্জ ২০১১ সালে ৩০ জুলাই দিনটিকে ফ্রেন্ডশিপ দিন বলে ঘোষণা করেছে, তবে এখনও বন্ধু দিবস বলতে কিন্তু আগস্টের প্রথম রবিবারটিকেই বোঝানো হয়ে থাকে। পৃথিবীর বেশ কিছু দেশে অন্যান্য দিনেও বন্ধুত্বের উদযাপন করা হয়। যেমন আলাদা করে মেয়েদের ফ্রেন্ডশিপ ডে পালন করা হয় আগস্ট মাসের তিন নম্বর রবিবারে।