ব্রাহ্মণবাড়িয়ায় মা ও নবজাতকের স্বাস্থ্য সেবায় বিকেন্দ্রীভুত পরিকল্পনা প্রনয়ন কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া, 22 September 2022, 144 বার পড়া হয়েছে,

মামনি মাতৃ ও নবজাতক স্থাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে বিকেন্দ্রীভুত পরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শহীদ ডা. মিলন মিলনায়তনে আয়োজিত কর্মশালায় বিভিন্ন পর্যায়ের ৩০জন অংশগ্রহণ করেন।

হাসপাতালের তত্বাবধায়ক ডা.ওয়াহীদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, সিভিল সার্জন ডা. একরামউল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও,প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য,উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ডা.মো.হেজবুল্লাহ,ডা.শিরিন সুলতানা ও ডা.এনামুল হক প্রমুখ।

কর্মশালা সঞ্চালনায় ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান।