গ্রিণ ব্রাহ্মণবাড়িয়া’র বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া, 3 September 2021, 562 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল,জনতার খবর : জনপ্রিয় সামাজিক সংগঠন গ্রিণ ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের ফারুকী পার্ক অবকাশ মাঠে এ বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন এএম টিভি’র চেয়ারম্যান, বোটারী ক্লাব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউনের সভাপতি লায়ন আব্দুল মালেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিতাসবার্তা’র উপদেষ্টা সম্পাদক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক আফজালুর রহমান রিপন। গ্রীণ ব্রাহ্মণবাড়িয়া’র প্রতিষ্ঠাতা শরিফ সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এডমিন লিজা আফরোজ।
জেলা’র ৯ টি উপজেলার সদস্যবৃন্দের মাঝে সহস্রাধিক ফলজ, বনজ, ঔষধি’সহ বিভিন্ন ফুলের গাছ বিতরণ করা হয়েছে। নিজে বাঁচি, পরিবেশ বাচাঁই এই স্লোগান কে ধারণ করে সদস্যদের মাঝে বিভিন্ন গাছ শেয়ারিং ও কেয়ারিংয়ের মাধ্যমে কয়েক সহস্র বাগানী সৃষ্টি ও বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে সংগঠনটি।