গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1147854 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বাউতলা এলাকার সীমান্ত থেকে মালিক বহীন ১৫ লাখ ৭৫ হাজার বাংলাদেশী টাকা উদ্ধার করে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার সন্ধার আগ-মুহুর্তে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবির) গংগাসাগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নাজির আহমেদ এর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলারের ৫০ গজ দূরে বাউতলা মাঠ নামক স্হান থেকে একটি ব্যাগে রাখা প্রায় ১৬ লাখ টাকা উদ্ধার করে জব্দ করেন।
আখাউড়া চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার কামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের কাছে গোপন খবর আসে বাউতলা সীমান্ত দিয়ে বিকেলে বিপুল পরিমাণে হুন্ডির টাকা লেনদেন হবে। খবর পাওয়ার পর বাউতলা এলাকায় টহল জোরদার করা হয়। পরে সন্ধার আগ-মুহুর্তে মালিক বিহীন অবস্থায় আমাদের সদস্যরা টাকাগুলো উদ্ধার করেন।