গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1171960 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. আবুল কালাম চৌধুরী (৫৮) নামে নেশাগ্রস্ত এক ব্যক্তিকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, নুরপুর এলাকার ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় জন সাধারণের বিঘ্ন ঘটালে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন। টাকা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।