বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে মোকাবেলা করা হবে: এমপি মোকতাদির

ব্রাহ্মণবাড়িয়া, 19 August 2022, 125 বার পড়া হয়েছে,

কেউ যদি আন্দোলনের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করা হবে। এজন্য ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকাতে হবে। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

শুক্রবার (১৯ আগস্ট)  জেলা শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৭তম শাহাদাত বার্ষিকী ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের আয়োজিত ছাত্র সমাবেশ ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৩ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাকাল। ঐ সময় থেকেই প্রতিটি সংগ্রাম ও আন্দোলনে ছিল ছাত্রলীগ।

তিনি বলেন,”বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে দখল করে নিয়েছিল। তারপরে ২০০৪ সালে ২১ আগষ্ট শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামীলীগকে ধ্বংস করতে চেয়েছিল তারা। যদি হত্যা করতে পারতো তাহলে তারা ভেবেছিল তারা নিরবিচ্ছিন্ন ভাবে দেশকে শাসন করতে পারবে। সেখান থেকে অলৌকিক ভাবে বেঁচে যায় শেখ হাসিনা। বর্তমান প্রধানমন্ত্রী তার পিতার স্বপ্নের দেশ গড়ার পরিশ্রম করে যাচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সহসভাপতি মজিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন প্রমুখ।