ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে পূর্ব শত্রুুতার জের ধরে তারেক (৩০) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গুরুতর আহত তারেক পৌর এলাকার ভাদুঘর খাদেমপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১০ টার দিকে ভাদুঘর খাদেমপাড়া শফিকের বাড়ির সম্মুখে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে বলে জানান আহত তারেকের ভাই সোহেল মিয়া।
এ বিষয়ে আহত তারেকের ভাই মো. সোহেল মিয়া আরও বলেন, ভাদুঘর খাদেমপাড়ার মৃত গফুর মিয়ার ছেলে আবু ছিদ্দিক মিয়া রাস্তায় দাঁড়াইয়া গালমন্দ করিলে তারেক এতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে দা, লাঠি, শাবল, ভল্লম ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে শফিকুল ইসলাম (৪৮), পিতা মৃত গফুর মিয়া। আবু ছিদ্দিক (৫৫), পিতা মৃত গফুর মিয়া। জাহিদ (২৫) পিতা মো. শফিকুল ইসলাম। মো. তাজিম (২২) পিতা মো. শফিকুল ইসলাম। মো. ফাহিম (১৮) পিতা অজ্ঞাত, মাতা মোছেনা বেগম। নাঈম (২৮) পিতা মো. বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া (৫৫) পিতা অজ্ঞাত সহ অজ্ঞাত আরো ৪/৫ মিলে কুপিয়ে তারেককে গুরুতর জখম করে।
পরে গুরুতর আহত তারেককে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম জানান, তারেকের বিরুদ্ধে গত কয়েকদিন আগে থানায় মামলা করা হয়েছিল, এরই জের ধরে তারেক রাত পৌনে ১২ টার দিকে দা নিয়ে আমাদের বাড়িতে ঢুকে আমার স্ত্রীর মাথায় কুপ মারে, পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। মাথায় ৩ টি সেলাই লেগেছে। আর তারেকের মাথায় তার ভাইয়ের লাঠির আগাত লেগেছে।