আখাউড়ায় ৬ লাখ টাকাসহ ভারত ফেরত ৩ বাংলাদেশি আটক

ব্রাহ্মণবাড়িয়া, 8 August 2022, 132 বার পড়া হয়েছে,

ভারত থেকে ফেরার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছয় লাখ টাকাসহ তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে আখাউড়া সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট ক্যাম্পের ৬০ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- লক্ষ্মীপুরের পশ্চিম চৌপল্লি গ্রামের বাসিন্দা একেএম সাইফুল্লাহ খানের ছেলে মো. কামরুজ্জামান খান (৩৮), কুমিল্লার হোমনার আব্দুল খাইয়ুমের ছেলে মো. মনিরুল হোসেন (৪৩) ও কিশোরগঞ্জের ইটনার পাচকহানিয়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম (৪০)।

৬০ বিজিবি আখাউড়া আইসিপি ক্যাম্প কমান্ডার মমিনুল হক বলেন, ভারত ফেরত ওই তিন বাংলাদেশি দুপুরে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে নগদ ছয় লাখ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে মুদ্রাপাচার আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবে।