গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1124623 বার পড়া হয়েছে,
মো. রুবেল মিয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম আরমান মিয়া (২০)। শনিবার (৩০ জুলাই) সকালে সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ্র বসুর নেতৃত্বে পুলিশ গাঁজা পাচারের সময় মাদক ব্যবসায়ী আরমান মিয়াকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি জেলার বিজয়নগর উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।