ব্রাহ্মণবাড়িয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 5 August 2022, 112 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুধর্মালম্বীদের উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ জুলাই) বিকেল ৫টায় জেলা শহরের মধ্যপাড়া এলাকার রাধামাধব মন্দিরের সামনে থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে এ রথযাত্রাটি বের হয়।

উৎসবমুখর পরিবেশে সহস্রাধিক নারী-পুরুষ ভক্ত রথের রশি টেনে নিয়ে যান। রথযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে হালদারপাড়াস্থ আনন্দময়ী কালীবাড়িতে গিয়ে শেষ হয়।

আগামী ৮ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে ৮দিন ব্যাপী এ রথযাত্রা মহোৎসব শেষ হবে। এর আগে দুপুরে রাধামাধব মন্দিরে বিশ্ব শান্তিকল্পে হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়।