ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া, 24 July 2022, 179 বার পড়া হয়েছে,

মো রুবেল মিয়া : “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ ২৪ জুলাই, রবিবার সকালে সরাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অফিসার মায়মুনা জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হারিফ।

সভায় উপস্থিত ছিলেন, সরাইল থানার ওসি তদন্ত শেহাবুর রহমান , উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী, সরাইল সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল মহিলা কলেজ এর অধ্যক্ষ বদর উদ্দিন বদু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারি মোঃ জসিন উদ্দিন।পরে সফল তিনজন মৎস্যজীবীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।