আমি ফারহানা ববি, স্বামী – মো. বাদল মোল্লা, সাং – সুহিলপুর, থান- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আমার কন্যা ‘শ্রাবনী আক্তার’ ২০১৮ইং সনে জে.এস.সি পরীক্ষায় জি.পি.এ- ৩.৮৬ গ্রেড পাইয়া উত্তীর্ণ হয়। আমার কন্যার রেজিষ্ট্রেশন নম্বর- ১৮১১৭১৩৪৩৫, রোল নম্বর- ৬৫১২২৭ এবং ২০২১ইং সনে এস.এস.সি পরীক্ষায় জি.পি.এ ৪.৩৩ গ্রেড পাইয়া উত্তীর্ণ হয়। রেজিষ্ট্রেশন নম্বর- ১৮১১৭১৩৪৩৫, রোল নং- ১৮২৫৭৮।
আমার কন্যা ‘শ্রাবনী আক্তার’ এর জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড, পরীক্ষার মার্কশিট এবং মূল সার্টিফিকেট- এ আমার কন্যার পিতার প্রকৃত ও শুদ্ধ নাম MD BADAL MOLLA এর স্থলে ভ্রমাত্মক ভাবে BADAL MOLLA লিপি হয়।
এমতাবস্থায় আমার কন্যা ‘শ্রাবনী আক্তার’ এর জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড, পরীক্ষার মার্কশিট এবং মূল সার্টিফিকেট- এ আমার কন্যা ‘শ্রাবনী আক্তার’ এর পিতার শুদ্ধ ও প্রকৃত নাম MD BADAL MOLLA লিপি হইবে।
মোকাম বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া এর এফিডেভিট নং- ২৯৮১, তারিখ- ২১-০৭-২০২২ খ্রিঃ।