এফিডেভিট

জনতার কন্ঠ, 20 March 2022, 209 বার পড়া হয়েছে,

আমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, জে.এস.সি পরীক্ষা- ২০১৩ ইং, ক্লাস রোল নং- ২১ রেজিস্টেশন নং- ১৩১১২০৯৭৬৮ এবং এস,এস,সি পরীক্ষা ২০১৬ ইং, রোল নং – ৫৯৩৭৬৮, রেজিষ্ট্রেশন নং – ১৩১১২০৯৭৮৮/২০১৪-২০১৫ এবং এইচ,এস,সি পরীক্ষা – ২০১৮ ইং, রোল নং – ৩৫৭৩৩৫, রেজিষ্ট্রেশন নং – ১৩১১২০৯৭৬৮/২০১৬-২০১৭ তে মূল মার্কশীট ও সার্টিফিকেট সহ যাবতীয় কাগজপত্রে ভূলবশতঃ আমার পিতার নাম- DULAL MIAH লিপি আছে। প্রকৃতপক্ষে আমার পিতার নাম BAYEZID AHAMED হয় বটে।

এমতাবস্থায় আমার জে,এস,সি/এস,এসসি/,এইচ,এস,সি মূল সার্টিফিকেট, রেজিষ্ট্রেশন কার্ড’সহ যাবতীয় কাগজপত্রে আমার পিতার নাম DULAL MIAH এর পরিবর্তে আমার পিতার নাম শুদ্ধরূপে BAYEZID AHAMED লিপিবদ্ধ হইবে।

বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ব্রাহ্মণবাড়িয়া এর এফিডেভিট নং- ১৮৫০, তারিখ- ২৪-০২-২০২২ খ্রিঃ। -‘শারমিন আক্তার‘, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া।