গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1168303 বার পড়া হয়েছে,
বার্তা প্রবাহ পত্রিকার সহকারী সম্পাদক মীর মোকাদ্দেস আলীর মেঝো ছেলে মীর মাহাশী আলী সাদিমকে গত ২৩-০৭-২০২১ইং শুক্রবার বিকাল ০৫:০০ ঘটিকা থেকে পাওয়া যাচ্ছে না। যদি কোন ব্যাক্তি তাকে দেখে থাকেন বা খোঁজ পান তবে ০১৭৩৫৮৮৪৯৭১ নাম্বারে অথবা হাজারীবাগ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ছেলে হারানোর শোকে তার মায়ের অবস্থা আশংকাজনক। এ বিষয়ে হাজারীবাগ থানায় একটি জিডি করা হয়েছে যাহার নং ১০২৩/২৪-৭-২০২১ইং।
ছেলেটির বর্ণনা :
বয়স ১৪বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং উজ্জল শ্যামলা, চুল : কালো মাঝারি, গায়ে পক্সের ও বাম কাধে কালো ছাপ আছে। ছেলেটির পড়নে ছিল কালো পাঞ্জাবী, সাদা পাজামা ও স্যান্ডেল।