ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কালোবাজারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 16 July 2022, 129 বার পড়া হয়েছে,

আন্তঃনগর তূর্ণা নিশিতা ও আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের কাছে প্রকাশ্যে টিকিট বিক্রি করার সময় কামরুল মিয়া (৩২) নামে চিহ্নিত টিকিট কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) জওয়ানরা।

এ সময় তার কাছ থেকে রোববারের আন্তঃনগর তূর্ণা নিশিতা, আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের  ৪০ আসনের ২১টি টিকিট জব্দ করা হয়। এছাড়া তার কাছ থেকে টিকিট বিক্রির নগদ ১ হাজার ২৫০ টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানান আরএনবি আখাউড়া চৌকির ইনচার্জ মো. আবু সুফিয়ান ভূঁইয়া।

আটককৃত কামরুল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের উত্তর মোড়াইলের বাসিন্দা আব্দুল আজিজ মিয়ার ছেলে।

সে দীর্ঘদিন ধরে কালোবাজারিতে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আরএনবি চৌকির ইনচার্জ আবু সুফিয়ান ভূঁইয়ার নেতৃত্বে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়।

আবু সুফিয়ান ভূঁইয়া বলেন, কামরুল চিহ্নিত টিকিট কালোবাজারি। তার বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আখাউড়া জিআরপি পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, আটককৃত ওই টিকিট কালোবাজারিকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।