গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1150503 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৩০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় একজন পুরুষ (৬০) ও একজন নারী (৬৫) মারা যান। অন্যদিকে নবীনগর উপজেলায় রোগীর নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় একজন নারীর (৬৫) মৃত্যু হয়।
আজ বুধবার (২৮ জুলাই)জেলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ এই তথ্য নিশ্চিত করেন জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৯৫ জনসহ জেলায় নতুন করে সর্বোচ্চ ৩০২ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে এখন পর্যন্ত জেলায় ৬ হাজার ৯১১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া জেলায় মোট ৪ হাজার ২৭০ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন।