সরাইলে অসহায় মানুষের পাশে সেলিম খন্দকার ফাউন্ডেশন

ব্রাহ্মণবাড়িয়া, 12 July 2022, 161 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেলিম খন্দকার ফাউন্ডেশন পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।ঈদ সামগ্রী বিতরণ করেন উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আলহাজ্ব মোঃ সেলিম খন্দকার।

গত শনিবার বিকালে সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া সেলিম খন্দকার বাজারে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মাওলানা মুফতি হুসাইন আহম্মদ হাবিবী’র সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ মুমিনুদ্দীন ওসমানীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও পরিচালক আলহাজ্ব মোঃ সেলিম খন্দকার। এতে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা কুট্টাপাড়ার কৃতি সন্তান খন্দকার তারিক আহাম্মদ।

এছাড়াও ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন এনামুল হক লোকমান, আকবর হোসেন আপেল, সাংবাদিক মোঃ আলমগীর মিয়া, হাফিজুর রহমান মাখন, মীর মোমিন আলী, মীর সোহাগ, তৌফিক উদ্দিন ঠাকুর, সাংবদিক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সার্বিক সহযোগিতায় ছিলেন সেলিম খন্দকার ফাউন্ডেশনের একঝাঁক তরুণ সদস্য বৃন্দ।