শনিবার সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে যান শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে। এরপর তার বাড়ির ভেতর ঢুকে পড়েন সাধারণ বিক্ষোভকারীরা।
তার সরকারি বাসভবনের ভেতর একটি গোপন বাংকারের খোঁজ পেয়েছেন তারা৷ বাংকারটি একটি আলমারি সদৃশ্য ফার্নিচার দিয়ে ঢাকা ছিল।
বিক্ষোভকারীরা বাংকারটির ভেতর ঢোকেন৷ আর বাংকারটির ভেতর তারা শক্ত একটি লোহার দরজার দেখা পান । খবর এনডিটিভির৷
প্রেসিডেন্টের বাড়ির ভেতর পাওয়া বাংকার এবং লোহার দরজা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল৷ কি আছে এই দরজার পেছনে? তাদের মনে ঘুরপাক খাচ্ছে এ প্রশ্ন।
সেটি জানার চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা৷ তারা দরজাটি ভাঙার চেষ্টা করেন৷ তবে এটি এতটাই শক্ত যে, দরজাটি তারা ভাঙতে পারেননি৷
এনডিটিভির সাংবাদিক বাংকারটির ভেতর প্রবেশ করে দেখেন, দরজাটির গায়ে অসংখ্য আঘাতে চিহ্ন৷ এর মাধ্যমে বোঝা গেছে দরজাটি ভাঙতে চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা।
এদিকে বিক্ষোভকারীদের ধারণা এ দরজার ভেতর জনগণের লুট করা অর্থ লুকিয়ে রেখেছিলেন প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে৷
তাদের এ ধারণাটি আরও প্রবল হয়েছে কারণ, তারা প্রেসিডেন্টের বাড়ি থেকে ১৭ মিলিয়ন শ্রীলংকান রুপি উদ্ধার করেছেন৷ যা প্রায় ৫০ হাজার ডলারের সমান। উদ্ধার করা এসব অর্থ পুলিশের হাতে তুলে দিয়েছেন তারা৷
এদিকে এমন উত্তেজনাকর সময়ে খবর বের হয়েছে, প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে বিমান ঘাঁটি থেকে বিশেষ বিমানে করে দুবাইয়ে পালিয়ে যাচ্ছেন৷
সূত্র: এনডিটিভি