গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1117557 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়ায় গত দুইদিনের টানা ঢল ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানির তোড়ে ক্ষতিগ্রস্ত নিম্নাঞ্চলে থাকা মানুষেরা। তাদের চিকিৎসা সেবা দিতে ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১০০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলার ১০০টি ইউপিতে একটি করে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। শনিবার (১৮ জুন) ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য জানান।
সিভিল সার্জন একরাম উল্লাহ জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বন্যায় আক্রান্ত মানুষের সেবাদানের লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রতিটি ইউপিতে একটি করে মেডিকেল কাজ করবে। তারা দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন দিবে, পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিবেন চিকিৎসকরা।