পরিবেশ রক্ষায় পাখির ভূমিকা

সোসাল মিডিয়া, 26 July 2021, 484 বার পড়া হয়েছে,

ঘাস ,শ্যাওলা আর কচুরি পানাময় জলাভূমিতে কালিম (Purple Swamphen ), কোড়া (Watercock) , ডাহুক ( White Breasted Waterhen) , ইত্যাদি পাখির বাস। বর্ষার সময় এদের প্রজনন কাল, এ সময়েই এদের বেশী দেখা যায়। এই পাখিগুলি আমাদের দেশের প্রাকৃতিক বৈচিত্র যেমন বাড়িয়েছে, তেমনি অবদান রাখছে পরিবেশগত ভারসাম্য রক্ষায়। দু:খের ব্যাপার মানুষের অত্যাচারে এদের আবাস আর সংখ্যা ক্রমাগত কমছে।আবাস অন্যদিকে ওরা চলে যাচ্ছে। পৃথিবীটা শুধু শক্তিধর মানুষের নয়,অন্যসব প্রাণীরও। তাদের উচ্ছেদ করলে প্রকৃতিও কোন না কোনভাবে মানুষের উপরও খড়গহস্ত হতে পারে।

-মোঃ জাকির হোসেন, পরিবেশবিদ