আখাউড়ায় কৃষি তথ্য উন্নতকরণ রোভিং সেমিনার অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 8 June 2022, 102 বার পড়া হয়েছে,

জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ হলরুম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব সুশান্ত সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কসবা কৃষি অফিসার হাজেরা বেগম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ টি এম আবদুল কাইয়ূম, উপসহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান, বিল্লাল হোসেন খান প্রমূখ।

এসময় কৃষি উৎপাদন টেকসই করার লক্ষ্যে কৃষকের কাছে কৃষি আবহাওয়া সংক্রান্ত তথ্য পৌঁছে দেয়া, আবহাওয়া ও জলবায়ুর অনুকুল অবস্থাকে কাজে লাগিয়ে ফসল উৎপাদন বৃদ্ধি করা এবং ক্ষতিকর প্রভাবসমূহের সাথে কৃষকের খাপ খাওয়ানোর সক্ষমতা বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন বক্তারা। আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত পৌরসভা ও পাঁচ ইউনিয়নের অর্ধশতাধিক কৃষক এতে অংশ গ্রহণ করেন।