ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাস্কস’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে।
জেলার সরাইল উপজেলার দেওড়া মাদিনাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসায় শাহজাদাপুর ইউনিয়ন ছাত্র কল্যাণ সংসদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা ও আহত শিক্ষার্থীর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করা হয়। উক্ত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয় প্রধান উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী সজীব। হাবিবুল হক রাজ্জি’র উপস্থাপনায় উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন শেখ সাইফুর রহমান জনি, জহিরুল হক ফরহাদ, মোহতারুজাম্মান রুমান, শামসুদ্দিন হোসেন ইমরান, তোফায়েল আহমেদ। মনোরোগ বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন “শিক্ষার্থীদের কল্যাণে সচেষ্ট ভূমিকা রাখবে এই সংগঠন, কথায় নই কাজের কাজি হতে হবে” অতিথির বক্তব্যে শামসুদ্দিন হোসেন ইমরান বলেন ” ইউনিয়নের শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে পাশে থাকবে এই সংগঠন ও একজন শিক্ষক হিসেবে ছাত্রদের অকাল প্রয়ানে দুঃখ ও মর্মাহত প্রকাশ করেন। সাধারণ সম্পাদক শিব্বির বলেন “একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে শিক্ষার্থীদের যে কোন আইনি জটিলতা উত্তরণে সচেষ্ট ভূমিকা পালন করবেন”। সমাপনী বক্তব্যে সভাপতি প্রৌকশলী আব্দুল্লাহ বিন সালেহ তামিম তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন “সবাইকেই সহনশীল হতে হবে, যে কোন প্রতিকূল পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন করতে হবে”। সর্বশেষ দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রৌকশলী এহসানুল হক মুন, ছাত্রনেতা আতাহার উদ্দিন আমরিন, মেডিকেল কলেজের শেষবর্ষের ছাত্র তৌফিক উপ-সহপ্রৌকশলী অপি, ল-বিভাগে পড়ুয়া আবেদ, নুরুল্লাহ, ওয়াসিম, স্বাধীন, মাহি, নিয়াজ, হাফেজ আদনান, ফাহিম প্রমুখ।