ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।
প্রধান আলোচক ছিলেন বিএফইউজে’র মহাসচিব দীপ আজাদ। বিশেষ আলোচক ছিলেন বিএফইউজে’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।
বক্তব্য রাখেন- সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি আজিজুল হক, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, জেলা নাগরিক ফোরামের সভাপতি পিযুষ কান্তি আচার্য প্রমুখ।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সারা বিশ্বে গণমাধ্যমের উপর মানুষের আস্থা কমে গেছে। মানুষ এখন আর গণমাধ্যমকে বিশ্বাস করে না। এটা শুধু আমাদের দেশে নয়, ইউরোপে জরিপ চালিয়ে জানা গেছে। ইউরোপের ১১টি দেশের ৬৩ শতাংশ মানুষ জানিয়েছিল, তারা গণমাধ্যমকে বিশ্বাস করেন না। কারণ এখনকার সংবাদপত্র কারো পক্ষে লিখে, কেউ আজেবাজে লিখে বা মিথ্যা লিখে।
তাই বেশির ভাগ মানুষ যার উপর বেশি আস্থা রাখে তিনি বড় সাংবাদিক। সাংবাদিক সংগঠন শুধু নেতা হওয়ার জন্য নয়, ভাল সাংবাদিক তৈরির জন্যে প্রয়োজন।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক ইউনিয়নের কোন সমস্যা হলে প্রেসক্লাব পাশে দাঁড়াবে, তেমনি প্রেসক্লাব কেন্দ্রিক কোন সমস্যা হলে ইউনিয়ন পাশে দাঁড়াবে। এই নেটওয়ার্কের মাধ্যমে গোটা বাংলাদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তৈরি হবে।
সাংবাদিক সমাবেশে জেলার ৯টি উপজেলার প্রায় ১৩০জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।