ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণ চক্রের সদস্য আটক, ভিক্টিম উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 24 March 2022, 193 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দপুর গ্রাম থেকে আবেদ ভূইয়া (৩০) নামে এক অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। সে ঐ এলাকার আনু ভূইয়ার ছেলে।বুধবার রাতে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪ সদস্যরা।

বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদ জানতে পারে একজনকে অপহরণ পর আটক করে পরিবারের কাছে মুক্তিপন দাবি করে। পরবর্তীতে বুধবার  অভিযান পরিচালনা করে  অপহরণকারীর বসত বাড়ীর ভিতর পৌঁছাইলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময়  অপহরণকারী মোঃ আবেদকে গ্রেফতার করে। আরও জানান, পরে ভিক্টিম- নেএকোনা জেলার কেন্দুয়া উপজেলার ছিলিমপুর গ্রামে আব্দুল রশিদ  মোঃ রোমন আহম্মেদ(২৫) উদ্ধার করে হেফাজতে নেয়। এসময় অপহরণকারীর ঘর তল্লাশী করে ৪১ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে।
উল্লেখ্য,  গতকাল মঙ্গলবার (২২ মার্চ)  অপহরণকারী ভিক্টিমের মা ও ভাই এর কাছে ৯০০০০/- হাজার টাকা দাবি করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারী স্বীকার করে যে, টাকা পাওয়ার জন্য অপহরণ করেছে।