
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এ সময় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অগ্রগতি বিষয়ে অবগত হন।
জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দফতরগুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে একযোগে কাজ করতে হবে। সমন্বিত উদ্যোগ গ্রহনের মাধ্যমে জেলা থেকে সকল অন্যায় ও অপরাধমূলক কর্মকান্ডগুলো রোধ করতে হবে।
তিনি আরো বলেন, যারাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও তিনি জেলায় আসন্ন ইউপি নির্বাচন নিয়ে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পাদনের লক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহন করেছে। কোথাও যাতে নির্বাচনী সহিংসতার সৃষ্টি না হয় সেজন্য সকলের সাথে আলোচনা হয়েছে। তিনি শহরের যানজট নিরসনসহ হকারমুক্ত ফুটপাত ও ভেজাল খাদ্য রোধে ভ্রাম্যমান আদালতের অভিযানকে আরো গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার মো.আনিসুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, ৬০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, ২৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. ফেরদৌস কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন, আইনজীবী সমিতির সভাপতি এড. তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাতসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিগন ও আইনশৃঙ্খলা কমিটির সদসস্যবৃন্দ উপস্থিত ছিলেন।