সরাইলের নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 15 March 2022, 227 বার পড়া হয়েছে,
মোঃ রুবেল মিয়াঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরাইল উপজেলার  নোয়াগাঁও ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ মার্চ ২০২২ ইং, মঙ্গলবার  বিকালে ৫ ঘটিকায় সময় সরাইল উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সম্মেলনে সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুল ইসলাম ঠাকুর, এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এড. নুরুজ্জামান লস্কর (তপু), অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আতাহার হোসেন।
এ সময় উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সম্মাণিত সদস্য এড. আল আমিন কাউছার সহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠণের নেতা-কর্মীরা।
উপজেলা বিএনপির আহ্বায়ক এড. নুরুজ্জামান লস্কর (তপু) গণমাধ্যম কে জানান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
তিনি জনান, অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেদন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি পদে হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক পদে মোঃ আতাহার হোসেন বকুল নির্বাচিত হয়েছেন। নোয়াগাও ইউনিয়ন বিএনপির  নতুন কমিটির সদস্য সংখ্যা ৭১ জন ।