গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1167283 বার পড়া হয়েছে,
ইচ্ছে করে গাঁয়ের ধূলো অঙ্গে মাখি
অদের কাদা মাটি-জলে মিশে থাকি
মন হতে চায় নীলাকাশের মুক্ত পাখি
বটের ছায়ায় দুর্বাঘাসে ঘুমিয়ে থাকি।
আমি ফিরে যেতে চাই আলপথ ধরে
আমার আঁতুড় ঘরে,পড়ে কত কথা,
মেঘনার সুকন্যা তিতাসের কিনারে
কাঁঠালি পাতার ফাঁকে চাঁদ উঠে যেথা।
দেখব পদ্মবিলে লাল পাড়ের সাদা শাড়ি
ইন্ডাস্ট্রিয়ালের চত্বরে শত ফুলের হাসি
ট্টেন চলে যাক,বেশ কাটবে নিজের বাড়ি
গোধূলির বউ বাজারে আরেকটু বসি।
প্রতিদিন শহরে দেখি রাজপথের বিবর্তন
উঠছে বাড়ি,ছুটছে মানুষ কে কার আগে!
প্রগতির ঘূর্ণাবর্তে কোনঠাসা পাখি জীবন
রাত শেষে চেনা শহর ফের অচেনা লাগে!
যৌবনের শহরে কে কাকে মনে রাখে?
যেথা মুখোশ পরা শ্রাবস্তীর মুখ মিলে!
যদি হারাই খুঁজিও মেঘনা, বুড়ি শাখে
পঁয়ত্রিশ বধ্যভূমি,বল্লভপুরের কোলে।