
গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1282234 বার পড়া হয়েছে,
হাড় কাঁপানো শীতের ভীড়ে
চোখ ফিরিয়ে চাও,
ফুটপাতে বেশ পথিক ঘুমায়
দেখতে নাহি পাও।
আকাশের নিচে গৃহহীন যার
বস্ত্র কিবা মিলে,
অর্ধহারে দিন কেটে যায়
চুলা নাহি জ্বলে।
ক্ষুধার জ্বালায় এপাশ ওপাশ
সন্ধ্যা নেমে এলে,
উষ্ণ বিহীন চাদর মুড়ায়
কষ্ট ঘুমের কোলে।
চোখ থাকিতে দৃষ্টি বিহীন
ফুটপাতের ঐ পানে,
গরীব দুখীর ন্যায়ের কথা
সব ধর্ম জানে।