ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের নীচতলায় আগুন, অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 23 February 2022, 301 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি পাচঁতলা ভবনের নীচতলায় আগুন লেগে জুবায়ের (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাতে উপজেলার  বাজার এলাকার আলাই মোল্লা ভবনের নিচতলায় আগুনের ঘটনায় মকবুল হোসেন, তার স্ত্রী ও ছেলে অগ্নিদগ্ধ হয়। এসময় তাদের  উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে মারা শিশু মকবুল হোসেনের ছোট ছেলে বলে স্হানীয়রা জানান।

ফায়ার সার্ভিস ও স্হানীয় সূএে জানা যায়, রাত আনুমানিক ১০ টার পর বাজারের আলাই মোল্লা ভবনের নিচতলায় বিকট শব্দ হয় এবং বাসা থেকে প্রথমে ধোঁয়া বের হতে থাকে। পরবর্তীতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুন বাসার চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি টিম খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথ চেষ্টায় বাসা থেকে অগ্নিদগ্ধ  জুবায়ের এর মরদেহ উদ্ধার করে।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মিজানুর রহমান বলেন,  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনের ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান বলেন, পাচঁতলা ভবনের নিচতলায় আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।