গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1116621 বার পড়া হয়েছে,
‘নাশকতা এড়াতে’ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রতনপুর ইউনিয়নের বাজেভিশারা ও দুবাচাইল গ্রামে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গত কয়েক দিন বেশ উত্তেজনা বিরাজ করছে।
বিষয়টি পুলিশের নজরে আসলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাবেক চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।