গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1153444 বার পড়া হয়েছে,
৫ সেকেন্ডের ব্যবধানে বেঁচে গেল শত শত প্রাণ!
ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার প্রায়ই পাঘাচং স্টেশন এসে ঢাকাগামী ৭১৮ জয়েন্তিকা এক্সপ্রেসকে পিআরসি করে।
গতকাল শনিবার কর্ণফুলীকে আখাউড়া বসিয়ে ঢাকাগামী জয়ন্তিকা পাঘাচং পাস করে। আজকেও সবাই ভেবেছিল ট্রেন গতদিনের মতই ৩ নাম্বার লাইন দিয়ে যাবে। কিন্তু আজকে ঘটল বিপরীত ঘটনা।
আজকে ট্রেনটি ৪ নাম্বার লাইনে ডুকে গেছে। তখন বাজারের সব মানুষ ৩ নাম্বার লাইন ক্লিয়ার করে ৪ নম্বর লাইনে দাঁড়ানো ছিল।
সবাই কিংকর্তব্যবিমূঢ়। লাইনে দাঁড়ানো পিক-আপ, পুলিশ ভ্যান, ভ্রাম্যমাণ দোকান ইত্যাদি দুমড়েমুচড়ে গেছে।
আজ অনেকগুলো প্রাণনাশের আশংকা ছিল। মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য শুধুমাত্র ৪-৫ সেকেন্ড সময় পেয়েছিল। আল্লাহ বাঁচানোর মালিক।