আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মায়ের সাথে অভিমান করে ইয়ামিন (৮) বছরের এক শিশু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পৌর এলাকার আলেয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
থানা ও পরিবার সদস্যরা জানায়, ইয়ামিন মায়ের কাছ থেকে মোবাইল নিয়ে প্রায় সময় গেইমস খেলতো। সকালে গেইমস খেলতে মায়ের কাছে মোবাইল চায় ইয়ামিন। তার মা এসময় বলেন, পড়ার সময় মোবাইল দেওয়া যাবে না। এতে করে পড়াশোনার ক্ষতি হচ্ছে। এই কথায় ইয়ামিন মায়ের প্রতি অভিমান করে বাড়ির একটি খালি কক্ষে মইয়ে ওড়নায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইয়ামিন ওই এলাকার সৌদি আরব প্রবাসী গোলাম মোস্তফার ছেলে ও স্থানীয় জাহেরা খাতুন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিলেন।
এই বিষয়ে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।