সিজিবি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের মাস্ক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 27 January 2022, 369 বার পড়া হয়েছে,
রাজিবুল হাসান : করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন বিস্তারে জনমনে আতঙ্ক বিরাজ করছে। জনগণকে সচেতন করতে সরকারি-বেসরকারি নানাবিধ পদক্ষেপের মধ্যে রোটারি ক্লাব, কাওরান বাজার, ঢাকা এর আর্থিক সহযোগিতায় ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন ও গরিব ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় সিজিবি তার ১৩টি ইউনিটের মাধ্যমে দেশব্যাপি দশ হাজার KN-95 মাস্ক বিনামূল্যে বিতরণ করার কর্মসূচি পালন করছে।
এরই অংশ হিসাবে সামাজিক আন্দোলন “ক্লিন এন্ড গ্রিন বাংলাদেশ (সিজিবি)” ব্রাহ্মণবাড়িয়া ইউনিট আজ বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্ট প্রাঙ্গণে এবং দুপুর ১.০০ টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে বিনামূল্যে মাস্ক বিতরণ করে।
মাস্ক বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি বিজ্ঞ আইনজীবী শফিউল আলম লিটন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম খোকন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাছলিমা খানম নিশাত, এডভোকেট রমজান হোসেন মনির, এডভোকেট ফরহাদ হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে যাত্রী সাধারণ, ষ্টেশনের ষ্টাফ ও কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নিকট মাস্ক বিতরণ করা হয়। উক্ত মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন ষ্টেশন মাষ্টার জনাব আবু শোয়েব, বুকিং মাষ্টার জনাব কবির হোসেন, তিতাস বার্তার সহ- সম্পাদক রাজিবুল হাসান রাজিব সহ সিজিবির সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ব্যক্তিবর্গ গণ রোটারি ক্লাব, কাওরান বাজার, ঢাকা এবং ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন ও গরীব ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানান এবং বিত্তবানদের সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহবান জানান।