বাণিজ্য মেলা নিয়ে যে সুপারিশ করল কোভিড পরামর্শক

সারাদেশ, 25 January 2022, 322 বার পড়া হয়েছে,

বাণিজ্য মেলা নিয়ে যে সুপারিশ করল কোভিড পরামর্শক কমিটি
দেশের করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে এর বিস্তার ঠেকাতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর বন্ধের ‍সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সেই সঙ্গে আসন্ন বইমেলা আরও পিছিয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ বাস্তবায়নে সরকারকে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে আরও কঠোর হওয়ার সুপারিশ করা হয়েছে। সরকারকে কয়েক দফা বিধিনিষেধ কঠোর করার কথা বলা হয়েছে। তবে এখন শুধু বিধিনিষেধ দিলেই চলবে না, তা বাস্তবায়ন আরও কঠোর হওয়া জরুরি।

তিনি আরও বলেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বলা হয়েছে, গণপরিবহনে অর্ধেক যাত্রী নিতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে, অফিসগুলোতে অর্ধেক লোকবল নিয়ে চালাতে হবে। তবে শুধু নির্দেশনাই নয়, এগুলো ভালোভাবে বাস্তবায়নও করতে হবে। তাই বাণিজ্য মেলা বন্ধ এবং বইমেলা পেছানো উচিত।

এসময় তিনি ওমিক্রণের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব আরোপ করেন।