গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1155889 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাল চাষ করতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক মলাই মিয়ার (৪১) মৃত্যু হয়েছে। সকালে উপজেলার কাটানিশার বাজারের উত্তর পাশে ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মলাই মিয়া উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের মনু মিয়ার ছেলে। জানা যায়, জমিতে চাষাবাদ করে সকালে বাড়ি ফেরার পথে কাটানিশার ব্রিজের পাশে ট্রাক্টরটি উল্টে তার উপরে পড়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক মিয়া জানান, চলন্ত অবস্থায় ট্রাক্টরটি উল্টে মলাই মিয়ার উপরে পরলে সে মারা যায়। সরাইল থানার নোয়াগাঁও বিটের বিট কর্মকর্তা মো. বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারো কোন অভিযোগ না থাকায় লাশ দুপুরের পর দাফন করা হয়েছে।