গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1146193 বার পড়া হয়েছে,
বহুদিন যাওয়া হয়না
– আজীজা সোপান
বহুদিন যাওয়া হয় না সাদা ফসলের ক্ষেতে
বুনা হয় না রঙধনুর বীজ
খর খরে মৃত্তিকা ভেদ করে
জন্মায় না আগাছার বংশধর।
কাদা মাটিতে ছড়িয়ে ছিল আশা
রৌদ্রের তীব্রতা গ্রাসকরল বুনিয়াদি স্বপ্ন
অঙ্কুরিত মাথা জ্বলে পুড়ে ছাড়খার ৷
বিদ্রোহী মেঘেরা বাতাসের তোড়ে
আছড়ে পড়ে পাথুরে পাহাড়ে
অভিমানী খরখরে জমিনটা
চাতকের ন্যয় চেয়ে থাকে
পাথর গড়িয়ে আসা জলের পানে৷
হিংসুটে সূর্য্যপুত্র ভাদ্রের দহনে
পাথুরে পাহারের তপ্ততা জাগিয়ে
তৃঞ্চা বাড়িয়ে চুষে নেয় বয়ে আসা জল৷
ফসলের ক্ষেত চৌচির হয়ে পড় থাকে
নিরবে নির্জীবতায়৷