বাসুদেবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 30 September 2021, 494 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মাননীয় প্রধান শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবড়িয়া সদর উপজেলার বাসুদেব ফুটবল একাদশ বনাম চান্দলা, কুমিল্লা একাদশের এক বর্ণাঢ্য প্রিতী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের মাননীয় সাংসদের একান্ত সচিব এম এ এইচ মাহবুব আলম।
প্রধান মেহমান ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যান, সেচ্ছাসেবকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগরের চকবাজার থানা আওয়ামীলীগোর যুগ্ম সাধারণ সম্পাদক, লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ -বি৪ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারী, দৈনিক শাহ্ আমানত পত্রিকার পরিচালনা সম্পাদক, চট্টগ্রাম মেট্টোপলিটনের চকবাজার থানা  কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক, বাসুদেব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি লায়ন সাইফুল ইসলাম ভূইঁয়া রাসেল।
সভাপতিত্ব করেন ব্রাহ্মনবাড়িয়া সদর থানা আওয়ামীলীগের সহসভাপতি ও বাসুদেব ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোবাশ্বের আলম (এম আলম) ভূইঁয়া।
ঢাকা মহানগর প্রাথমিক শিক্ষা কমিটির অন্যতম সদস্য, তিতাসবার্তার উপদেষ্টা সম্পাদক  আফজালুর রহমান রিপন ও বাসুদেব ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ ভূইঁয়া সিপন সঞ্চালনা করেন।
বাসুদেব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামাল উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু নাহিদ মোহাম্মদ সোহাগ, এড.  আরিফুল ইসলাম, জাহাঙ্গীর মেম্বার, সেকুল ইসলাম মেম্বার, বাসুদেব ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহীন ভূইঁয়া, টিম ম্যানেজার আব্দুর রৌফ ভূইঁয়া, বাসুদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব মহিউদ্দিন ভূইঁয়া মুক্তা, যুবলীগনেতা হেলালসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার ক্রিড়ামোদি দর্শক, বিশিষ্টজন  উপস্থিত ছিলেন।
বৃস্টিস্নাত পরন্ত বিকেলে কুমিল্লার চান্দলা ফুটবল একাদশ কে  ট্রাইবেকারে ১- ০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে।
অবশেষে বিজয়ী, বিজিতদের মাঝে যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি এবং অতিথি ও অন্যান্যদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।