জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, স্কুলে পুরস্কার বিতরণ ও উৎসব

ব্রাহ্মণবাড়িয়া, 28 October 2025, 50 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিশাল সাফল্য উদযাপন করতে এবং কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় পুরস্কার ও মিষ্টি বিতরণ।
গত ২৬ অক্টোবর ঢাকার মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ফাইনাল ম্যাচে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয় গোপালগঞ্জের শক্তিশালী প্রতিপক্ষ রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের। রুদ্ধশ্বাস লড়াইয়ে চারটি ধাপ শেষে পঞ্চম ধাপে গিয়ে ৩৮-৩৩ পয়েন্টে জয় নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা।
এই ঐতিহাসিক জয় উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রাশেদ কবীর আখন্দের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের ১২ জন খেলোয়াড়কে এক হাজার টাকার প্রাইজবন্ড ও নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া, দলের প্রশিক্ষক হিসেবে থাকা দুজন ক্রীড়া শিক্ষককে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। পরে স্কুলের সকল শিক্ষার্থীর মাঝে মিষ্টি বিতরণ করা হলে পুরো স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সভাপতি এ.বি.এম. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শারমিন সুলতানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, স্কুলের সহকারী শিক্ষক মাসুদ রানা। এ সময় স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে করতালি ও উল্লাসের মাধ্যমে চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান।