
অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মো. ইমন নামের এক খুনের আসামি থানায় এসে আত্মসমর্পণ করেছেন। তিনি খুন করে ট্রেনে করে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।
বুধবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে কসবা থানায় এসে তিনি আত্মসমর্পণ করেন। বৃহস্পতিবার (৮ মে) সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে ইমনকে হস্তান্তর করা হয়।
আসামি মো. ইমন (২০) গাজীপুর জেলার টঙ্গী থানার পশ্চিমপাড়া টিএন্ডটি এলাকার আকবর আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, ইমন একটি হত্যা মামলার আসামি। ২০ এপ্রিল টঙ্গী পূর্ব থানা এলাকায় হত্যা করে তিনি পালিয়ে যান। এরপর থেকে ট্রেনে করে ইমন দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন।
আসামী জানান, ট্রেনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যান ইমন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কসবা থানায় এসে আত্মসমর্পণ করেন। টঙ্গী পূর্ব থানায় যোগাযোগ করে সত্যতা পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।