মো. রুবেল মিয়া : সরাইলে ব্রাহ্মণবাড়িয়া ২ শূণ্য আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শাহজাহান আলম সাজু পক্ষে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৩১ অক্টোবর, বিকালে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর ঈদগাহ মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ, এতে প্রধান বক্তার বক্তব্য দেন চুন্টা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান, এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী মাষ্টার, চুন্টা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সারোয়ার আলম মিটু, সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন।
এ সময় সভায় বক্তব্য দেন ৯ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক চৌধুরী মিয়া, ৮ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক শেখ আশরাফুর রহমান প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা মো. সুজন মিয়া। এছাড়াও সভায় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।