৮ দিন পর আখাউড়া স্থলবন্দর চালু

ব্রাহ্মণবাড়িয়া, 10 October 2022, 91 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক : টানা আট দিন পর আখাউড়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

দীর্ঘ ছুটির পর সোমবার সকাল থেকে স্থলবন্দরটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে শ্রমিক-কর্মচারীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে গত ২-৭ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে টানা ছয় দিন ছুটি ঘোষণা করেন দুই দেশের ব্যবসায়ী নেতারা।

এদিকে ৮ অক্টোবর বন্দরের কার্যক্রম খোলা থাকলেও পর দিন ৯ অক্টোবর লক্ষ্মীপূজা ও ঈদে মিলাদুন্নবী (স) উদযাপন উপলক্ষ্যে বন্ধ ছিল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। টানা ছুটি শেষে বন্দরের আমদানি-রপ্তানি পুনরায় চালু হওয়ায় বন্দর এলাকায় আবারও চাঞ্চল্য ফিরে এসেছে।

তবে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সীমান্ত পথে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার ও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক ছিল বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।